“হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ…”-ট্রাম্পের ইউ-টার্নের পর জবাব দিলেন মোদী

ভারত ও আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে গত কয়েক দিন ধরে এক নতুন সমীকরণ দেখা যাচ্ছে। ভারতের উপর শুল্ক চাপানোর পর থেকে কিছুটা শীতল হয়ে পড়া সম্পর্ক এখন আবার উষ্ণ হতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার ‘ভালো বন্ধু’ বলে সম্বোধন করছেন। ট্রাম্পের এই বার্তার পর এবার প্রতিক্রিয়া দিলেন মোদীও।

শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি মোদীর সঙ্গে সব সময় বন্ধু থাকব। তিনি একজন মহান প্রধানমন্ত্রী। ভারত এবং আমেরিকার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে।” এর জবাবে মোদী তার এক্স (X) হ্যান্ডলে লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ এবং আমাদের সম্পর্ক নিয়ে যে ইতিবাচক মূল্যায়ন তিনি করেছেন, তার প্রশংসা করি। আমি এর প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারিত্ব রয়েছে।”

কিছুদিন আগে মোদী, পুতিন এবং শি জিনপিং-এর এক সম্মেলনে তোলা ছবি দেখে ট্রাম্প কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “মনে হচ্ছে আমরা ভারত এবং রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি।” এরপরই মোদীর এই জবাব দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এই বন্ধুত্বের বার্তার মাঝেই একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সভায় প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করবেন। এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশেষজ্ঞরা একটি ‘বড় বার্তা’ হিসেবে দেখছেন।

জাতিসংঘের ৮০তম অধিবেশন ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চ-স্তরের বৈঠক। এই সভায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ভাষণ দেবেন। এর আগে জুলাই মাসে প্রকাশিত বক্তাদের তালিকায় প্রধানমন্ত্রী মোদীর নাম থাকলেও, পরিবর্তিত তালিকায় এখন বিদেশমন্ত্রী জয়শঙ্করের নাম রয়েছে। এই অনুপস্থিতি কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।