‘শুল্ক-নীতি নিয়ে দূরত্ব থাকলেও বন্ধুত্বে ইতি নেই!’ ট্রাম্পের ‘চিরসখা হে’ বার্তায় জবাব দিলেন মোদী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চিরসখা’ বার্তার জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্সে (X)-এ দেওয়া এক পোস্টে মোদী বলেন, তিনি ট্রাম্পের এই অনুভূতির ‘প্রগাঢ় প্রশংসা’ করেন এবং তাঁদের সম্পর্কের ইতিবাচক বিচারকে পুরোপুরি সমর্থন করতে প্রস্তুত।
কিছুদিন ধরেই ট্রাম্পের শুল্ক আরোপের নীতির কারণে ভারত-মার্কিন সম্পর্কের শীতলতা নিয়ে জল্পনা চলছিল। সম্প্রতি ট্রাম্প এক পোস্টে মন্তব্য করেন, ‘মনে হচ্ছে আমরা ভারত, রাশিয়াকে চিনের কাছে হারালাম’, যা নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা তৈরি হয়। তবে শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তাঁর আগের অবস্থান থেকে সরে এসে বলেন, মোদী তাঁর একজন ‘ভালো বন্ধু’ এবং তাঁদের বন্ধুত্ব অটুট।
ট্রাম্প বলেন, “আপনারা জানেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। উনি একজন মহান প্রধানমন্ত্রী। আমি সবসময় তাঁর বন্ধু থাকব।” তিনি আরও বলেন, যদিও ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে, যা তিনি পছন্দ করেন না এবং এর জন্য ভারত ৫০ শতাংশ শুল্কও দিয়েছে, তবুও তাঁর ব্যক্তিগত সম্পর্ক মোদীর সঙ্গে অটুট আছে।
এই মন্তব্যের জবাবেই মোদী এক্স-এ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে প্রশংসা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।” তিনি আরও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে একটি ‘খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’ রয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের এই বন্ধুত্বপূর্ণ বার্তা দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।