মুত্তাকির ভারত সফর বাতিল, পাকিস্তানের বাধায় আটকে গেলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী?

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির প্রস্তাবিত ভারত সফর বাতিল করা হয়েছে। এই সফরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UNSC)-এর পক্ষ থেকে তার ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদি এই সফরটি সফল হতো, তাহলে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর এটিই হতো কোনো আফগান মন্ত্রীর প্রথম ভারত সফর।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের নিষেধাজ্ঞা কমিটি তালেবান নেতাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তদারকি করে। এই কমিটির বর্তমান চেয়ারম্যান পাকিস্তান। সূত্রের খবর, কমিটির কোনো একজন সদস্যও আপত্তি জানালে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয় না। এর ফলে মুত্তাকিকে ছাড় না দেওয়ার পেছনে পাকিস্তানের ইচ্ছাকৃত হস্তক্ষেপ রয়েছে বলে মনে করা হচ্ছে।
মুত্তাকির সফর বাতিল নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুধুমাত্র জানিয়েছেন যে, ভারত আফগান জনগণের পাশে আছে এবং তাদের চাহিদা পূরণে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, এই বিষয়ে কোনো আপডেট এলে তা অবশ্যই শেয়ার করা হবে।
যদিও ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের যোগাযোগ অব্যাহত আছে। গত ১৫ মে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেন, যা ছিল তালেবান ক্ষমতা দখলের পর সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। সম্প্রতি ১ সেপ্টেম্বর আফগানিস্তানে ভূমিকম্পের পর ভারত ত্রাণ সামগ্রী পাঠালে দুই নেতা আবারও ফোনে কথা বলেন।
ভারত আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পক্ষে এবং জোর দিয়ে বলে যে আফগান মাটি কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না। আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য এবং আফগানিস্তানে চিনের প্রভাব বৃদ্ধি ঠেকাতে ভারত তালেবান নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।