অসুবিধার দিন শেষ! ঐতিহাসিক রাজবাড়ি দিঘিতে এবার মিলবে পানীয় জল, পর্যটকদের জন্য নতুন উদ্যোগ

পর্যটকদের জন্য সুখবর! জলপাইগুড়ির জনপ্রিয় রাজবাড়ি দিঘি চত্বরে অবশেষে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে পর্যটকরা এই সুবিধার অভাবে ভোগান্তিতে ছিলেন। এবার সেই সমস্যার সমাধান করল জলপাইগুড়ি পৌরসভা।

প্রায় ছয় বছর আগে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (SJDA) ঐতিহাসিক রাজবাড়ি দিঘিকে ঘিরে একটি সুন্দর পার্ক তৈরি করেছিল। সংস্কারের পর থেকেই এটি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বেড়াতে আসেন। কিন্তু এত মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা না থাকায় অভিযোগ উঠছিল। অবশেষে পর্যটকদের কথা মাথায় রেখে পৌরসভা এই পদক্ষেপ নিল।

জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করে দিঘির চারদিকে জলের আধার বসানো হয়েছে। এখন থেকে পার্কে আসা পর্যটকরা সহজেই কল থেকে পরিশ্রুত পানীয় জল পান করতে পারবেন। এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগার জানিয়েছেন, ভবিষ্যতে এই দিঘিকে ঘিরে আরও অনেক উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একটি লাইব্রেরি তৈরির উদ্যোগও রয়েছে। এই পদক্ষেপটি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক স্বস্তি এনেছে।