৪০০ কেজি RDX দিয়ে মু্ম্বই উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশের হাতে গ্রেপ্তার ১

মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে মেসেজ করে গোটা শহর উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই হুমকি বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ নয়ডা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে পাওয়া এই বার্তার পর থেকেই মুম্বই জুড়ে হাই অ্যালার্ট জারি ছিল।

গণেশ চতুর্থী উৎসবের শেষ দিন অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিন মুম্বই পুলিশের কাছে এই হুমকি বার্তা আসে। মেসেজে বলা হয়েছিল, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ৩৪টি আলাদা গাড়িতে করে তারা এই বিস্ফোরক নিয়ে ঘুরছে এবং এই হামলায় এক কোটি মানুষের মৃত্যু হবে। প্রেরক নিজেকে ‘লস্কর-ই-জিহাদি’ সংগঠনের সদস্য বলে দাবি করেছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর মুম্বই জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় এবং নাকা-চেকিং চলে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম অশ্বিনী এবং সে বিহারের বাসিন্দা। গত পাঁচ বছর ধরে সে নয়ডায় বসবাস করছিল। তদন্ত শুরু করে মুম্বই পুলিশ প্রযুক্তির সাহায্য নিয়ে তার অবস্থান শনাক্ত করে। এরপর নয়ডার সেক্টর-১১৩ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে পুলিশ অভিযুক্তকে জেরা করে এই হুমকি বার্তার আসল উদ্দেশ্য জানার চেষ্টা করছে। তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।