চিকিৎসক জানিয়েছিলেন ‘ব্রেন ডেড’, শেষকৃত্যের সময় নড়ে উঠলেন যুবক

এক অবিশ্বাস্য ঘটনায় মহারাষ্ট্রের নাসিক শহরে এক যুবককে ‘ব্রেন ডেড’ ঘোষণার পর শেষকৃত্যের সময় সে নড়েচড়ে উঠল এবং কাশতে শুরু করল। এই ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ১৯ বছর বয়সী ওই যুবককে দ্রুত আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই যুবকের নাম ভাউ লাচকে। একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে নাসিকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের অভিযোগ, চিকিৎসকরা তাকে পরীক্ষা করে ব্রেন ডেড বলে ঘোষণা করেন এবং মৃত বলে সার্টিফিকেট দেন। এরপর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান এবং শেষকৃত্যের প্রস্তুতি শুরু করেন।

ভাউয়ের আত্মীয় গঙ্গরাম শিন্ডে জানান, “আমরা যখন শেষকৃত্যের সব আয়োজন প্রায় শেষ করে ফেলেছিলাম, হঠাৎ লক্ষ্য করি সে নড়াচড়া করছে এবং কাশতে শুরু করেছে। আমরা সবাই অবাক হয়ে যাই।” এরপর দেরি না করে তাকে আবার নাসিকের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভাউকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে চিকিৎসকের ভুল নির্ণয় নিয়ে। তবে নাসিকের বেসরকারি হাসপাতালটি এই অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতালের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ভাউকে মৃত ঘোষণা করেননি। সম্ভবত পরিবারের সদস্যরা চিকিৎসকের কথা বুঝতে ভুল করেছেন।