হানিমুনে গিয়ে স্বামীকে খুন! রঘুবংশী হত্যাকাণ্ডে সোনম ছাড়া আর কার কার নাম উঠে এল জানেন?

মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে হত্যার ঘটনায় বড়সড় মোড়। নিজের সদ্য বিবাহিত স্বামী রাজা রঘুবংশীকে খুন করে খাদে ফেলে দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশী এবং আরও চারজনের বিরুদ্ধে ৭৯০ পাতার চার্জশিট জমা দিয়েছে মেঘালয় পুলিশ। ঘটনাটি ঘটেছিল গত ২৩ মে শিলংয়ে, যা সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল।
অভিযুক্ত পাঁচজনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। চার্জশিটে সোনমের পাশাপাশি, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা এবং আরও তিন সঙ্গী আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিং চৌহানের নাম রয়েছে। পুলিশ জানিয়েছে, এই প্রত্যেকেই স্বামীকে খুন করতে সোনমকে সাহায্য করেছিল। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্র।
ইনদওরের ব্যবসায়ী রাজা রঘুবংশীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়, তারপর তাঁর দেহ মেঘালয়ের এক নির্জন খাদে ফেলে দেওয়া হয়। পুলিশ তদন্তের পর জানতে পারে যে, সোনম তাঁর প্রেমিক এবং ভাড়া করা গুন্ডাদের সাহায্যে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়াম জানিয়েছেন, আরও কিছু ফরেনসিক রিপোর্ট আসার পর আরও তিনজনের বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। এরা হলেন সম্পত্তি ব্যবসায়ী সিলোম জেমস, যে বাড়িতে সোনম লুকিয়েছিলেন তার মালিক লোকেন্দ্র তোমার এবং এলাকার নিরাপত্তাকর্মী বলবীর আহিরবার। তাদের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে। বর্তমানে তারা জামিনে মুক্ত। এই ঘটনায় সোনমের পরিবার তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে।