‘ডন’ সিনেমার চিত্রনাট্য! জেল ভেঙে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল দুই বন্দি

বলিউড সিনেমা ‘ডন ২’-এর প্লট বাস্তবে দেখা গেল অন্ধ্রপ্রদেশে। জেলের রান্নাঘরের দায়িত্বে থাকা দুই বন্দি এক ওয়ার্ডেনকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে জেল থেকে পালিয়েছে। তাদের পুরো কীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আনাকাপল্লি জেলার চোদাভারম সাব-জেলে।
পুলিশ সূত্রে খবর, জেলের রান্নাঘরে কাজ করার সময় নক্কা রবিকুমার নামে এক বন্দি হঠাৎ করে হাতুড়ি দিয়ে হেড ওয়ার্ডেনকে আক্রমণ করে। এতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ওয়ার্ডেন মাটিতে লুটিয়ে পড়লে তার কাছ থেকে জেলের চাবি ছিনিয়ে নেয় নক্কা। এই সুযোগে তার সঙ্গী বেজাওয়াদা রামুও তার সঙ্গে পালিয়ে যায়। পালানোয় সফল হলেও তাদের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, পলাতক নক্কা রবিকুমার পেনশন তহবিলের অপব্যবহারের একটি মামলায় জেলে ছিল। অন্যদিকে, বেজাওয়াদা রামুর বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। জেল থেকে পালানোর পর থেকে তাদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ, তবে এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।