নবম ও একাদশ-দ্বাদশে শূন্যপদ কত? পরীক্ষার আগে শূন্যপদ প্রকাশ করল SSC

বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে শূন্যপদ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য মোট ৩৫,৭২৬টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা প্রার্থীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে।
কবে পরীক্ষা এবং কত শূন্যপদ?
- নবম-দশম শ্রেণি: ৭ সেপ্টেম্বর পরীক্ষা হবে। এই স্তরে শূন্যপদের সংখ্যা ২৩,২১২।
- একাদশ-দ্বাদশ শ্রেণি: ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে। এই স্তরে শূন্যপদ রয়েছে ১২,৫১৪টি।
সব মিলিয়ে মোট ৩৫,৭২৬টি পদে নিয়োগ করা হবে। জানা গেছে, প্রায় ১৭% পদ ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই পরীক্ষায় প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
কীভাবে এই পরীক্ষা হতে চলেছে?
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। আদালতের নির্দেশ মেনেই নতুন করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। সম্প্রতি পরীক্ষা পিছনোর জন্য একটি মামলা করা হলেও, সুপ্রিম কোর্ট তাতে কোনো হস্তক্ষেপ করেনি।
এদিকে, এসএসসি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে ১,৮০৬ জন ‘অযোগ্য’ প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে। এদের আবেদনপত্র বাতিলের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
দীর্ঘ আইনি লড়াই এবং অনিশ্চয়তার পর অবশেষে এই নতুন পরীক্ষা ঘিরে প্রার্থীদের মধ্যে প্রবল আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নতুন করে আশার আলো দেখাচ্ছে।