“মোদী আর আমার বন্ধুত্ব অটুট”-ভারতের সিদ্ধান্তে ‘হতাশ’ হয়েও বার্তা দিলেন ট্রাম্প

একদিকে ভারতকে চিন ও রাশিয়ার কাছে হারানোর আক্ষেপ, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ‘অটুট’ বন্ধুত্বের দাবি! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। মাত্র কয়েক ঘণ্টা আগেই ভারতকে নিয়ে হতাশা প্রকাশ করলেও, পরে তিনি নিজেই মোদীর ভূয়সী প্রশংসা করলেন।

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ট্রাম্প প্রথমে বলেন, “আমি খুবই হতাশ। আমরা ভারতের ওপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি।” তবে এরপরই তিনি সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেন। মোদীর সঙ্গে তাঁর ‘ব্যক্তিগত’ সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আপনারা জানেন, উনি একজন দুর্দান্ত মানুষ। কয়েক মাস আগেই এখানে এসেছিলেন।” তিনি মোদীকে ‘গ্রেট প্রাইম মিনিস্টার’ বলেও আখ্যা দেন।

ট্রাম্প আরও বলেন যে, ভারত ও আমেরিকার সম্পর্কটা একেবারেই আলাদা। মতবিরোধ থাকলেও মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব সবসময়ই অটুট থাকবে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে মোদীর সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখব। তবে সত্যি বলতে, এই মুহূর্তে উনি যেটা করছেন, সেটা আমার ভালো লাগছে না। কিন্তু ভারত-আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই।”

ভারত, রাশিয়াকে ছিনিয়ে নিয়েছে চিন?
এর আগে নিজের সোশ্যাল মিডিয়ায় মোদী, পুতিন এবং শি জিনপিংয়ের একটি ছবি পোস্ট করে ট্রাম্প লেখেন, “ওয়াশিংটন ও নয়া দিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।” তাঁর দাবি, “মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে ভারত এবং রাশিয়াকে ছিনিয়ে নিয়েছে চিন।” এই মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বের দাবি আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে।