পুজোয় বৃষ্টি কি অনিবার্য, জেনে নিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

আর মাত্র ক’টা দিন বাকি, তারপরেই বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। তবে পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেন এই বৃষ্টির পূর্বাভাস?
আবহাওয়াবিদরা মনে করছেন, সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেয় না। বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, যা পুজোর সময় বৃষ্টি ডেকে আনতে পারে। পুজোর কোন দিন কোন জেলায় ঠিক কতটা বৃষ্টি হবে, তার বিস্তারিত পূর্বাভাস ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে দেবে আলিপুর আবহাওয়া দফতর।

পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গ: আগামী কয়েকদিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে, ফলে গরম ও অস্বস্তি তীব্র হতে পারে। সোমবার ও মঙ্গলবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গ: আগামী দু’দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, তবে এরপর তা কিছুটা কমতে শুরু করবে। রবিবার থেকে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে দু’একদিন ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস পুজোর কেনাকাটা ও পরিকল্পনার ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলতে পারে। তাই ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না!