কলকাতা হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে কাটল জট, ১২৪১ পদে দ্রুত নিয়োগের নির্দেশ

কলকাতা হাইকোর্টের রায়ে অবশেষে উচ্চ প্রাথমিকে নিয়োগের দীর্ঘদিনের জটিলতা কাটল। ২০১৫ সালের উচ্চ প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই ঐতিহাসিক রায় দেয়।

কী নিয়ে ছিল মামলা?
২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১৪,০৫২টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু আটটি কাউন্সেলিংয়ের পরেও ১২৪১ জন প্রার্থী চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। গত বছরও হাইকোর্ট এই ১২৪১টি পদে নিয়োগের নির্দেশ দিলেও এসএসসি তা কার্যকর করেনি। এবার সেই মামলাতেই আদালত দ্রুত নিয়োগের নির্দেশ দিল।

সুপ্রিম কোর্টেও অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন
অন্যদিকে, সুপ্রিম কোর্টেও এসএসসি নিয়োগ নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে ১৮০৬ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে এসএসসি। কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ অভিযোগ করেছেন যে, আরও অনেক অযোগ্য প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবীরা প্রশ্ন তোলেন, সিবিআই-এর তালিকায় অনেক বেশি নাম থাকলেও এসএসসির তালিকায় এত কম কেন? জবাবে এসএসসি-এর আইনজীবী জানান, সিবিআই-এর তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি, তাই শুধুমাত্র নিযুক্তদের মধ্যে যারা অযোগ্য, তাদের নামই তালিকায় আছে। আদালত কমিশনকে সতর্ক করে বলেছে, কোনো অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে।