পপকর্ন নিয়ে GST জটিলতার ইতি, অর্থমন্ত্রীর ব্যাখ্যায় সমস্ত জল্পনার অবসান

জিএসটি (GST) সংস্কারের পরেও পপকর্নের উপর করের হার নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এবার তার সমাধান করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সব ধরনের পপকর্নে একই হারে জিএসটি ধার্য করা হবে, যার হার হবে মাত্র ৫ শতাংশ। এর আগে বিভিন্ন ধরনের পপকর্নে আলাদা আলাদা কর বসানো হতো, যা বিভ্রান্তি তৈরি করছিল।
আগের জিএসটি কাঠামো অনুযায়ী, সল্টেড পপকর্ন খুচরো বিক্রি হলে ৫% জিএসটি ধার্য হতো, প্যাকেটবন্দি সল্টেড পপকর্নে ১২% এবং ক্যারামেল পপকর্নে ১৮% জিএসটি বসত। নতুন জিএসটি ঘোষণা হওয়ার পরও এই বিভ্রান্তি ছিল যে ক্যারামেল পপকর্নের উপর ১৮% জিএসটি অপরিবর্তিত থাকবে। কিন্তু অর্থমন্ত্রী এই ভুল ভেঙে দিলেন।
শুক্রবার ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মলা সীতারমন বলেন, “লবণ এবং চিনি সমৃদ্ধ খাবারে একই হারে জিএসটি ধার্য হবে।” তিনি আরও জানান, কেবল কিছু নির্দিষ্ট পানীয়, যাতে চিনির মাত্রা খুব বেশি, সেগুলোর ওপর ৪০% জিএসটি ধার্য হবে। এর ফলে, এখন থেকে পপকর্ন সল্টেড হোক বা ক্যারামেল, সব ধরনের পপকর্নই ৫% জিএসটি-র আওতায় আসবে।
অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই জিএসটি স্ল্যাবে বদল আনা হয়েছে এবং তিনি সব শিল্পসংস্থাকে নিশ্চিত করতে বলেছেন যাতে এই কর কমার সুবিধা সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছায়।