মাওবাদীদের ডেরা গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী,এনকাউন্টারে খতম ৬ মাওবাদী, চলছে চিরুনি তল্লাশি

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমান্তবর্তী ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষ হয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই অভিযানে অন্তত পাঁচ থেকে ছয় জন মাওবাদী নিহত হয়েছে। এটি মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

কী ঘটেছিল?
শুক্রবার সকালে দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার জেলা রিজার্ভ গার্ড (DRG)-এর যৌথ বাহিনী পূর্ব বস্তার ডিভিশনে তল্লাশি অভিযানে নামে। সেই সময় হঠাৎই মাওবাদীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। জওয়ানরাও পাল্টা জবাব দিলে দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হয়। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, সংঘর্ষে বেশ কয়েকজন মাওবাদী নিহত হলেও, ঘন জঙ্গলের কারণে এখনও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে।

মাওবাদী দমনে বড় সাফল্য
এই সাফল্যকে গত এক বছরে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের ফলাফল হিসেবে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে ঘোষণা করেছিলেন যে ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করা হবে। সেই লক্ষ্যেই ছত্তিশগড়-ওড়িশা-মহারাষ্ট্র-তেলেঙ্গানা সীমান্ত অঞ্চলে অভিযান আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছে—

বাসাভা রাজু: ১.৫ কোটি টাকা পুরস্কার মূল্য ছিল তার মাথার ওপর।

জয়ারাম ওরফে চালাপতি: ১ কোটি টাকা পুরস্কার মূল্য ছিল।

সুধাকর ওরফে নারসিংহালাম: ১ কোটি টাকা পুরস্কার মূল্য ছিল।

মাওবাদীদের এই ডেরাটি, আবুজমাড়, প্রায় ৪,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি একসময় মাওবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন নিরাপত্তা বাহিনী নিয়মিত সেখানে অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবুজমাড় সম্পূর্ণ মাওবাদী মুক্ত না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।