ফ্ল্যাটে বন্ধুর বার্থ ডে পার্টি, পাশের ঘরে ঢুকে সাংঘাতিক ছবি শেয়ার যুবকের, তারপর..?

মাত্র দেড়-দু’মাস ধরে তীব্র মানসিক টানাপড়েনে ছিলেন। এক মাস আগে চাকরি হারান, আর গত দু’মাস আগে ছেড়ে চলে যান তার প্রেমিকা। এই হতাশা আর একাকিত্ব তাকে এমন এক চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে, যা গোটা নয়ডায় তোলপাড় ফেলে দিয়েছে। নিজের কপালে পিস্তল ঠেকিয়ে স্ন্যাপচ্যাটে ছবি পোস্ট করে আত্মহত্যা করেছেন এক যুবক।

ঘটনাটি গত সপ্তাহের। নয়ডায় সেক্টর ১৩৭-এ এক বন্ধুর সঙ্গে থাকতেন ওই যুবক। ৩১ আগস্ট রাতে তারা ৮-৯ জন বন্ধু মিলে অন্য এক বন্ধুর জন্মদিন পালন করছিলেন। রাত তখন প্রায় ২টা। পার্টি চলাকালীন হঠাৎই ওই যুবক পাশের ঘরে চলে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এর পরই তিনি নিজের স্ন্যাপচ্যাট স্টোরিতে কপালে পিস্তল ঠেকানো একটি ছবি পোস্ট করে নিজেকে গুলি করেন।

প্রচুর রক্তক্ষরণ হলে তার বন্ধুরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক বুলন্দশহরের বাসিন্দা এবং নয়ডায় একটি প্রপার্টি ডিলারের গাড়ি চালাতেন। কিন্তু গত মাসে তার চাকরি চলে যায় এবং তারও দু’মাস আগে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যান। এই জোড়া ধাক্কায় তিনি পুরোপুরি দিশাহারা হয়ে পড়েছিলেন।

যদিও প্রথমে তার পরিবার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করলেও পরে এটি আত্মহত্যা বলে জানায়। তবে তদন্তকারীরা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও মোবাইল ফোন পরীক্ষা করে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। বেশ কিছু ছবি দেখে পুলিশের ধারণা, যুবকটি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। তার এই ধরনের জীবনযাপনের কারণ ও চাকরি হারানোর পর তার আর্থিক পরিস্থিতি কেমন ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।