থমথমে ঝাড়খণ্ড! গুলির লড়াইয়ে শহীদ 2 পুলিশকর্মী, মাওবাদী নেতাকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

ঝাড়খণ্ডের পালামু জেলায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ মাওবাদী সংগঠন থার্ড কনফারেন্স প্রেজেন্টেশন কমিটির (TSPC) সদস্যদের ব্যাপক গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী শহিদ হয়েছেন। এই ঘটনায় আরও একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন, যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটেছিল?
বুধবার গভীর রাতে পুলিশের একটি দল টিএসপিসির ওয়ান্টেড কমান্ডার শশীকান্ত গাঞ্জুকে ধরতে মানাতু থানা এলাকার কেদাল গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছিল। হঠাৎই মাওবাদীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এই অতর্কিত হামলায় তিনজন পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত মেদিনী রাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলিশকর্মীরা হলেন: সন্তন কুমার মেহতা এবং সুনীল রাম।

আহত পুলিশকর্মী হলেন: রোহিত কুমার।

পলাতক শশীকান্ত গাঞ্জু
পালামুর এসপি রেশমা রমেশান এই ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, মাওবাদী নেতা শশীকান্ত গাঞ্জুর খোঁজে তল্লাশি অভিযান এখনো চলছে। পুলিশ জানিয়েছে, এই মাওবাদী নেতা পালামু এবং ছত্রা জেলায় বিভিন্ন অভিযান পরিচালনা করে।

ঝাড়খণ্ড সরকার এই মাওবাদী নেতার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই এনকাউন্টারের পর এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।