ভারত আমাকে জিরো ট্যারিফের প্রস্তাব দিয়েছে’, ফের সুর চড়ালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতকে ‘বিশ্বের সবচেয়ে শুল্কযুক্ত দেশ’ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার শুল্ক নীতির চাপেই ভারত এখন আমেরিকাকে ‘বিনা শুল্ক’ বা ‘জিরো ট্যারিফ’ চুক্তির প্রস্তাব দিয়েছে।

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
‘দ্য স্কট জেনিংস রেডিও শো’-তে একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীন আমাদের শুল্ক দিয়ে মারছে, ভারত আমাদের শুল্ক দিয়ে মারছে, ব্রাজিল আমাদের শুল্ক দিয়ে মারে।” তিনি নিজেকে শুল্ক বিশেষজ্ঞ দাবি করে বলেন, “আমি তাদের চেয়ে শুল্ক ভালোভাবে বুঝতে পেরেছি, আমি বিশ্বের যে কোনো মানুষের চেয়ে শুল্ক ভালোভাবে বেশি বুঝতে পেরেছি।”

তিনি আরও দাবি করেন যে, যদি তিনি এই চাপ সৃষ্টি না করতেন, তাহলে ভারত কখনোই ‘জিরো ট্যারিফ’ চুক্তির প্রস্তাব দিত না। ট্রাম্পের মতে, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক ‘সম্পূর্ণ একতরফা’। তিনি বলেন, “তারা আমাদের কাছে প্রচুর পণ্য বিক্রি করে, কিন্তু আমরা তাদের কাছে খুব কম বিক্রি করি, কারণ ভারত আমাদের কাছ থেকে এত বেশি শুল্ক আদায় করে।”

বাণিজ্যিক চাপানউতোর
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের পর ভারতও অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করে পাল্টা জবাব দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের ওপর বাণিজ্যিক চাপ বেড়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের পরই ট্রাম্পের এই নতুন মন্তব্য তাৎপর্যপূর্ণ।