করণ জোহরের সঙ্গে ঝামেলা, তালিকায় কারিনা থেকে প্রিয়াঙ্কা, কেন পাঙ্গা নিয়েছিলেন তারা

বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী নির্মাতা হিসেবে করণ জোহরের নাম সবার উপরে। নেপোটিজমের জন্য ‘নেপো কিং’ হিসেবে পরিচিত করণকে ‘মুভি মাফিয়া’ বলেও কটাক্ষ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে শুধুমাত্র কঙ্গনা নয়, এমন আরও অনেক বলিউড তারকা রয়েছেন, যাদের সঙ্গে একসময় করণ জোহরের সম্পর্ক ভালো ছিল না।
কারিনা কাপুর খান
একসময় করণ জোহর তার ঘনিষ্ঠ বন্ধু কারিনাকে ‘কাল হো না হো’ ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন। কিন্তু কারিনা ওই ছবির জন্য শাহরুখ খানের সমান পারিশ্রমিক দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে করণ পিছিয়ে যান এবং তাদের বন্ধুত্বে ফাটল ধরে। যদিও এখন তারা আবার পুরোনো বন্ধুত্বের বন্ধনে ফিরে এসেছেন।
কাজল
করণের সবচেয়ে পুরোনো বন্ধু কাজল। তাদের বিবাদের কারণ ছিল বক্স অফিসে করণ পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং কাজলের স্বামী অজয় দেবগন অভিনীত ‘শিবায়’ ছবির মুখোমুখি মুক্তি। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝামেলা হয় এবং দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে অবশ্য দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়।
অনুরাগ কাশ্যপ
পরিচালক অনুরাগ কাশ্যপ এক সাক্ষাৎকারে করণকে ‘মোটা শিশু’ বলে মন্তব্য করেছিলেন। এর জবাবে করণও অনুরাগ কাশ্যপকে ‘সাইকোপ্যাথ’ বলে অভিহিত করেন। যদিও এখন তাদের সম্পর্কের উন্নতি হয়েছে।
প্রিয়াঙ্কা চোপড়া
শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়লে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কাকে নিয়ে বিতর্ক শুরু হয়। এই বিষয়ে শাহরুখ পত্নী গৌরীর সঙ্গে জোট বাঁধেন করণ। এরপর প্রিয়াঙ্কাকে কাজ থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ ওঠে। এ নিয়ে করণ এবং প্রিয়াঙ্কার মধ্যে একসময় ঠান্ডা লড়াই চলে। তবে এখন তাদের সম্পর্ক স্বাভাবিক।
কঙ্গনা রানাওয়াত
করণ জোহরের সঙ্গে কঙ্গনার বিরোধ সবচেয়ে বেশি আলোচিত। ‘কফি উইথ করণ’-এর সেটে কঙ্গনা করণকে ‘স্বজনপোষণের ঝান্ডাবাহক’ এবং ‘মুভি মাফিয়া’ বলে কটাক্ষ করেন। এই বিতর্ক এখনো জারি রয়েছে।
কার্তিক আরিয়ান
২০২১ সালে ধর্মা প্রোডাকশনের ‘দোস্তানা ২’ থেকে কার্তিক আরিয়ানকে সরিয়ে দেওয়া হলে তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়। করণ কার্তিককে ‘অপেশাদার’ আখ্যা দেন। তবে ২০২৩ সালে তাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে এবং কার্তিক এখন করণের দুটি আসন্ন ছবিতে কাজ করছেন।