চিংড়িঘাটার জট কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ, মেট্রো, সরকার, পুলিশকে জরুরি বৈঠকে বসার নির্দেশ

শহর কলকাতার অন্যতম প্রধান যানজটপূর্ণ এলাকা চিংড়িঘাটা। সেই চিংড়িঘাটার যানজট নিরসনে এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। মেট্রো রেলের কাজের জন্য তৈরি হওয়া প্রায় ৩৬৬ মিটার রাস্তার যানজট কাটাতে আদালত মেট্রো কর্তৃপক্ষ, রাজ্য সরকার, আরভিএনএল (RVNL), কেএমডিএ (KMDA) এবং পুলিশকে জরুরি বৈঠকে বসার নির্দেশ দিয়েছে।
কী নির্দেশ দিল আদালত?
বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জনস্বার্থের খাতিরে সব পক্ষকে দ্রুত আলোচনায় বসার পরামর্শ দেয়। আদালত বলেছে, “কবে আলোচনা? জানাতে হবে আগামীকাল।” বৈঠকে বসার জন্য আরভিএনএল দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে:
প্রথম প্রস্তাব: শুক্র ও শনিবার রাত ৭টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত কাজ করা।
দ্বিতীয় প্রস্তাব: শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কাজ করা।
আরভিএনএল-এর মতে, এই দুটি উপায়ে মাত্র দুই সপ্তাহ কাজ করলেই সমস্যার সমাধান সম্ভব।
মেট্রোর রাতের পরিষেবা বন্ধের সিদ্ধান্ত
অন্যদিকে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ব্লু লাইনে (দমদম-নিউ গড়িয়া) রাতে চলা বিশেষ মেট্রো পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর জুন মাসে হাইকোর্টের পরামর্শে রাতে অফিস ফেরত যাত্রীদের সুবিধার জন্য এই পরিষেবা চালু করা হয়েছিল। যদিও এই মেট্রোতে কাঙ্খিত সংখ্যক যাত্রী পাওয়া যাচ্ছিল না। তাই বাড়তি খরচ এড়াতে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও যাত্রীদের থেকে অতিরিক্ত ১০ টাকা সারচার্জ নেওয়া হত, তবুও তা খরচ মেটাতে যথেষ্ট ছিল না। এই সিদ্ধান্তে রাতের যাত্রীরা স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন।
নতুন মেট্রো রুটের উদ্বোধন
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে তিনটি নতুন মেট্রো লাইনের উদ্বোধন করেছেন। নতুন রুটের মধ্যে রয়েছে নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা এবং রুবি মোড়-বেলেঘাটা। এর ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে এবং মানুষের যাতায়াত আরও সহজ হয়েছে।