DA মামলার রফা হবে আগামী সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশার আলো দেখছেন সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি নিয়ে আশাবাদী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আশা করছেন, আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে।

শুনানির দিন পিছিয়ে যাওয়ার কারণ
গত সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ও কপিল সিবাল। সিবাল জানান, এই মামলায় আরও দুই দিন সময় প্রয়োজন। রাজ্যের পক্ষ থেকে আর্জি জানানো হয়, আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের দ্বিতীয়ার্ধে যেন মামলাটি শুনানির জন্য রাখা হয়।

এ বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “বিচারপতিদের হাতে অন্য মামলা ছিল, যেগুলোর শুনানি শেষ হতে সময় লাগছিল। সে কারণেই অন্যদিন ডিএ মামলার শুনানি করার কথা বলা হয়েছিল।”

পূর্ণাঙ্গ শুনানির আশা
বিকাশরঞ্জন ভট্টাচার্য সিবালের এই আর্জির পাল্টা বলেছেন, “আমরা বলেছি যে মামলার শুনানি তো শেষই হয়ে গিয়েছে, তাহলে আবার দুই দিনের কী দরকার আছে?” তিনি আরও জানিয়েছেন, আগামী সোমবার দুপুর ২টায় সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এই দিনই মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলে সরকারি কর্মীরা আশাবাদী।