অক্ষয়ের বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ, কিন্তু কেন?

সময়টা বেশ খারাপ যাচ্ছে অক্ষয়ের। কিছুদিন আগে পান মশলার বিজ্ঞাপনে অংশ নিয়ে বিপাকে পড়েছিলেন অভিনেতা। এবার নতুন আরেক বিজ্ঞাপনের কারণে সমালোচিত হলেন তিনি। তার বিরুদ্ধে যৌতুক প্রথার প্রচার চালানোর অভিযোগ উঠেছে এবার।

ভারতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। সচেতনতা বাড়াতে সম্প্রতি সরকারের তরফ থেকে একাধিক বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। সেগুলোর একটিই বিতর্কের শিকার হলো।

অক্ষয়ের বিজ্ঞাপনে দেখা গেছে, একজন পিতা তার কন্যাকে বিয়ের পর বিদায় জানাচ্ছেন। তার মেয়ে গাড়িতে উঠে কান্নায় ভেঙে পড়েছেন। এমন সময় অক্ষয় কুমার পুলিশ বেশে মেয়েটির বাবার কাছে এসে বলেন এমন গাড়িতে বিদায় জানালে মেয়ে তো কাঁদবেই। উত্তরে সেই পিতা অক্ষয়কে বলেন এই গাড়িতে কিছুরই ঘাটতি নেই। ৬ টা স্পিকার, ইলেকট্রিক সান রুফ এবং অটোমেটিক সিস্টেম সবকিছুই আছে। তখন অক্ষয় কুমার বলেন, কিন্তু এয়ার ব্যাগ মাত্র ২টা, ৬টা নেই কেন? দুর্ঘটনা হলে সামনের এয়ার ব্যাগ খুললেও পেছনে বসে থাকা আপনার মেয়ে ও জামাই স্পিকারে গান শুনতে শুনতে টাটা বাই বাই হয়ে যাবে।

এই বিজ্ঞাপন টুইটারে শেয়ার করে সমালোচনার শিকার হয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও। নেটিজেনদের মতে, সরকারি ভাবেই যৌতুক প্রথার প্রচারণা চালানো হচ্ছে। তাদের কথায়, ‘বিষয়টি কি অন্য ভাবে বোঝানো যেত না?’

সম্প্রতি টাটা কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৬ টি এয়ারব্যাগযুক্ত গাড়ি ব্যবহারের ওপর জোর দিয়েছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy