আইফোন ১৭ প্রো ম্যাক্স আসছে, এবার দাম কত জানেন কি ?

প্রযুক্তি বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাপল। আগামী ৯ সেপ্টেম্বর, ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অ্যাপলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় উন্মোচন অনুষ্ঠান, যেখানে অবসান হবে সব জল্পনা-কল্পনার। লঞ্চ হচ্ছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। এবারের সিরিজে চারটি নতুন মডেল থাকবে—আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে প্রো মডেলগুলোতে থাকছে বড় ধরনের আপগ্রেড।
লঞ্চের আগেই ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসুন জেনে নিই এই নতুন সিরিজের সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ফিচার:
দাম (Apple iphone 17 Pro Max Price)
মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে আইফোন ১৭ প্রো এবং প্রো ম্যাক্সের উৎপাদন ব্যয় কিছুটা বেড়েছে। তাই এই মডেলগুলোর দাম ৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৭ প্রো-এর প্রাথমিক মূল্য হতে পারে ১,০৪৯ ডলার এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স-এর মূল্য হতে পারে ১,২৪৯ ডলার।
ডিজাইন
ডিজাইনে আসছে বড় পরিবর্তন। আইফোন ১৭ প্রো সিরিজের পেছনের চিরাচরিত চৌকো ক্যামেরা আইল্যান্ড বাদ দিয়ে এবার আসছে নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ। বডির ক্ষেত্রে টাইটানিয়াম ফিনিশের পাশাপাশি অর্ধেক গ্লাস ও অর্ধেক অ্যালুমিনিয়াম ব্যবহার করা হতে পারে। নতুন রঙের ভ্যারিয়েন্ট হিসেবে যুক্ত হতে পারে উজ্জ্বল কমলা রঙ, যা আগের কালো, সাদা, ধূসর ও নীল রঙের সঙ্গে পাওয়া যাবে।
ডিসপ্লে
আইফোন ১৭ প্রো-এর ডিসপ্লে হবে ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্স-এর ডিসপ্লে ৬.৮ ইঞ্চি। তবে ডিসপ্লেতে এবার অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং যুক্ত হতে পারে, যা সূর্যের আলোয় স্ক্রিনের ঝলক কমাবে এবং ডিসপ্লেকে আরও টেকসই করবে। ডাইনামিক আইল্যান্ডও এবার আরও ছোট হতে পারে।
ক্যামেরা
ক্যামেরাতে এবার বড়সড় আপগ্রেড আসছে। সেলফি ক্যামেরায় যুক্ত হচ্ছে ২৪ মেগাপিক্সেল সেন্সর, যা পুরোনো ১২ মেগাপিক্সেল সেন্সরের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। প্রো মডেলগুলোর টেলিফটো লেন্সেও আসতে পারে নতুন ৪৮ মেগাপিক্সেল সেন্সর, যার ফলে প্রো মডেলগুলোতে থাকবে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা।
ব্যাটারি
আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫,০০০ mAh ব্যাটারি, যা আগের মডেলের (৪,৬৭৬ mAh) থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। প্রথমবারের মতো যুক্ত হতে পারে রিভার্স ওয়্যারলেস চার্জিং। তারযুক্ত চার্জিং হবে ৪৫ ওয়াট এবং ওয়্যারলেস চার্জিং ২৫ ওয়াট।
প্রসেসর ও পারফরম্যান্স
নতুন প্রো মডেলগুলোতে থাকবে A19 প্রো চিপসেট, যা টিএসএমসি-এর ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সঙ্গে থাকবে ১২ জিবি র্যাম। এই আপগ্রেডের ফলে মাল্টি-টাস্কিং এবং নতুন অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো আরও দ্রুত ও মসৃণভাবে কাজ করবে।