মুম্বাইয়ের রাস্তায় হেনস্থার শিকার অভিনেত্রী সুমনা চক্রবর্তী

জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় এক অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি খুবই ভয় পেয়েছেন এবং তাঁর ইনস্টাগ্রামে পুরো ঘটনাটি জানিয়েছেন।
কী ঘটেছিল?
সুমনা চক্রবর্তী কোলাবা থেকে ফোর্ট যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজটে আটকে পড়লে হঠাৎ করে কিছু মানুষ তাঁর গাড়ির ওপর উঠে পড়ে। তারা ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিচ্ছিল এবং গাড়ির গায়ে আঘাত করছিল। তারা গাড়ির জানলার সামনে এসে সুমনার দিকে তাকিয়ে হাসছিল ও স্লোগান দিচ্ছিল। সুমনা বুঝতে পারেন, এই আন্দোলন মারাঠা সংরক্ষণের দাবির জন্য করা হচ্ছে। কিন্তু আন্দোলনের নামে এই ধরনের হামলা দেখে তিনি হতবাক।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
সুমনা আরও জানান, এই ঘটনা যখন ঘটছিল, তখন কাছেই পুলিশ দাঁড়িয়ে ছিল। কিন্তু তারা কোনো পদক্ষেপ না নিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিল। এই বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি ভাবতেই পারছেন না যে এমন একটি ঘটনা তাঁর সঙ্গে ঘটল।
এই ঘটনাটি আবারও মুম্বাই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে যদি এমনটা হতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নই এখন সবার মনে ঘুরছে।