চাকরি হারানো শিক্ষকদের পাশে বিজেপি, পুনর্বহালের দাবিতে শুভেন্দু অধিকারীর চিঠি

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে যোগ্যদের ফের চাকরিতে ফিরিয়ে আনার দাবি জানাল বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছেন। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে বিধানসভায় প্রস্তাব আনার জন্য চিঠি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

কেন এই দাবি?
সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) ১৮০৬ জন ‘দাগি’ বা অযোগ্য শিক্ষকের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকা প্রকাশের পর বিজেপি মনে করছে, বাকি যে শিক্ষকেরা চাকরি হারিয়েছেন, তাঁরা যোগ্য। তাই এই যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানোর জন্য রাজ্য সরকারের পদক্ষেপ করা উচিত।

শুভেন্দু অধিকারীর চিঠি
শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে মুখ্যসচিবকে লিখেছেন যে, চাকরি হারানো যোগ্য শিক্ষকদের তিনটি সংগঠন তাঁর সঙ্গে দেখা করেছে এবং তাদের সমস্যার কথা জানিয়েছে। এরপরই তিনি বলেন, যেহেতু এস এস সি শুধুমাত্র ১৮০৬ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করেছে, তাই বাকিরা যোগ্য বলেই ধরে নেওয়া যায়। তিনি রাজ্য সরকারের কাছে অনুরোধ করেন, যেন সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব দেওয়া হয় যাতে এই ১৮০৬ জন বাদে বাকি যোগ্য শিক্ষকদের তাঁদের আগের পদে ফিরিয়ে আনা হয়। এই পদক্ষেপে বিজেপি রাজ্য সরকারকে সব রকম ভাবে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।

শঙ্কর ঘোষের চিঠি
শুভেন্দু অধিকারীর পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। তিনি অধ্যক্ষকে অনুরোধ করেছেন যেন যোগ্য চাকরিহারাদের পুনর্বহালের জন্য বিধানসভার বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব আনা হয়। তিনি জানিয়েছেন, অধ্যক্ষ যদি এই প্রস্তাব আনেন, তবে বিজেপি তাতে সম্পূর্ণ সমর্থন দেবে।

এখন দেখার বিষয়, বিজেপির এই চিঠির পর রাজ্য সরকার বা অধ্যক্ষ কী সিদ্ধান্ত নেন।