হৃতিকের সঙ্গে টাকার জন্য প্রেম? জানেন কি বান্ধবী সাবা আজাদ ঠিক কতটা বড়লোক?

বলিউডের গ্রিক গড খ্যাত অভিনেতা হৃতিক রোশন নতুন প্রেমে মজেছেন। এ গুঞ্জন অনেক দিনের। শোনা যাচ্ছিল, নিজের চেয়ে ১২ বছরের ছোট সাবা আজাদের সঙ্গে মনের লেনাদেনা করছেন অভিনেতা। একাধিকবার তাদেরকে একসঙ্গে দেখাও গেছে।এমনকি কেউ কেউ তো আবার বলছেন সাবা শুধু হৃতিকের সঙ্গে সম্পর্কে এসেছে স্বার্থের খাতিরে। তবে এই ধারণা একেবারেই ভুল।

সাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ‘আমি একাই মুম্বই এসেছিলাম না পরিবার না বন্ধুরা ছিল সঙ্গে। আর আমি আমার কেরিয়ারের সবটা শুরু করেছিলাম শূন্য থেকে। আমি একজন মিউজিশিয়ান। আমার নিজের ব্যান্ড আছে। আমি একজন প্লেব্যাক সিঙ্গার, ভয়েস ওভার আর্টিস্ট। বেঙ্গালুরুতে আমার নিজের বার আর রেস্তোরাঁও আছে। আমি নিজের সিনেমা বানাতে চাই একদিন।’

২০০৮ সালে বলিউডের সিনেমা ‘দিল কবাডি’ দিয়ে ডেবিউ করেন সবা। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমাতে। এরপর তাকে ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে । তবে জানেন কি সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনেতা। ছোট থেকেই থিয়াটার, সিনেমা-নাচ-গানের জগতে তাঁর বেড়ে ওঠা।