প্রবল বর্ষায় বন্ধ বীরভূমের ‘এই’ সড়ক, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা, জানুন বিস্তারে

বীরভূম এবং ঝাড়খণ্ডে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন নদীতে জল বেড়েছে। এর মধ্যে দুবরাজপুর-খয়রাশোল রাস্তার চন্ডীপুর ও কুখুটিয়া গ্রামের মাঝে অবস্থিত শাল নদীর সেতুতে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় সেতুর উপর দিয়েই জল বইছে, যার কারণে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, আতঙ্কিত স্থানীয়রা
সোমবার সকাল থেকেই শাল নদীর স্রোত অত্যন্ত প্রবল। ঝাড়খণ্ডের উঁচু এলাকা থেকে অতিরিক্ত জল আসায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে দুবরাজপুর-খয়রাশোল সড়ক সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং যানবাহনগুলিকে বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে।
প্রশাসনের সতর্কতা
পুলিশ জানিয়েছে, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। কুখুটিয়া এবং চন্ডীপুর গ্রামের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদীর ধারে বা সেতুর আশেপাশে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা মিলন ভাড়ারী বলেন, সেতু বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছেন, কারণ সবাইকে অনেক দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে এবং আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে।