পুতিনের গাড়িতে গিয়ে চাপলেন মোদী, কোনো প্ল্যান করছে কি গোপনে? চিন্তায় ট্রাম্প!

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়িতে উঠে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, এটি কোনো পূর্বপরিকল্পিত ঘটনা ছিল না। এর আগেও পুতিন ও মোদী একে অপরের দেশে সফরের সময় একসঙ্গে গাড়ি ভ্রমণ করেছেন।
সম্মেলনের ফাঁকে মোদী এবং পুতিনের মধ্যে উষ্ণ সম্পর্ক চোখে পড়েছে। প্রধানমন্ত্রী মোদী নিজেই টুইটারে তাদের দুজনের ছবি শেয়ার করেছেন, যার একটিতে তারা একে অপরকে আলিঙ্গন করছেন। ছবির সঙ্গে মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।”
মোদী-পুতিনের পাশাপাশি একটি ছবিতে মোদী, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একসঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেছে। এই তিন শক্তিশালী নেতার একসঙ্গে হওয়া আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য চিন্তার কারণ হতে পারে। ভারত ও রাশিয়ার সম্পর্ক বরাবরই খুব ভালো। তবে সম্প্রতি ভারত ও চীনের মধ্যে নতুন করে সম্পর্ক ভালো হওয়ার পেছনে আমেরিকার ভূমিকা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপানো হয়েছে। এই বাড়তি শুল্ক গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। ভারত ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কারও চাপে মাথা নত করবে না। এমন পরিস্থিতিতে চীনও ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। মনে করা হচ্ছে, ভারত এবং চীন এবার আমেরিকার শুল্ক আগ্রাসন মোকাবিলা করতে একসঙ্গে কাজ করবে। এই ঘটনা ট্রাম্প প্রশাসনকে হতবাক করে দিয়েছে।