“ভোটের আগে ইসলামিক সংগঠনগুলির কাছে…?”-মমতা সরকার কে নিয়ে বিস্ফোরক জাভেদ আখতার

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন বলিউডের বিখ্যাত গীতিকার ও লেখক জাভেদ আখতার। তিনি অভিযোগ করেছেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার ইসলামপন্থী সংগঠনগুলোর কাছে মাথা নত করেছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সম্প্রতি, পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি কলকাতায় একটি সাহিত্য উৎসবের আয়োজন করেছিল। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল জাভেদ আখতারকে। কিন্তু তার নাম ঘোষণা হতেই বেশ কিছু ইসলামি সংগঠন আপত্তি জানায়। জামিয়াত উলেমা-ই-হিন্দ এবং ওহয়াহিন ফাউন্ডেশন-এর মতো সংগঠনগুলো জাভেদ আখতারের বিরুদ্ধে ‘ধর্ম ও ঈশ্বরের বিরুদ্ধে কথা বলার’ অভিযোগ তোলে এবং উৎসবটি বাতিলের দাবি জানায়।
এই সংগঠনগুলো হুঁশিয়ারি দেয়, যদি জাভেদ আখতারকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়, তবে তারা রাজ্যজুড়ে বড় ধরনের বিক্ষোভ করবে। এমনকি ২০০৭ সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছিল, সেভাবেই জাভেদ আখতারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে বলে তারা জানায়।
এই চাপের মুখে পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি উৎসবটি বাতিল করে দেয়। মূলত এই ঘটনাতেই জাভেদ আখতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সরকার কিছু কট্টরপন্থী গোষ্ঠীর কাছে নতিস্বীকার করছে।
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ‘উর্দু ইন হিন্দি সিনেমা’ শীর্ষক এই সাহিত্য উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখানে আলোচনা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি জাভেদ আখতারের বিশেষ বক্তব্যও থাকার কথা ছিল। তার মতো একজন বিখ্যাত সাহিত্যিককে অতিথি হিসেবে পেয়ে উৎসবে সাহিত্যপ্রেমীদের ব্যাপক আগ্রহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।