“এই ফোন থেকে অন্য ডিভাইস চার্জ করা যাবে”- অবশেষে বাজারে এল Redmi-র নতুন ফোন

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি শাওমির সাব-ব্র্যান্ড রেডমি এবার ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ফোন, Redmi 15 5G। কম দামে দারুণ সব সুবিধার জন্য রেডমি বরাবরই জনপ্রিয়। এই নতুন ফোনটির বিশেষত্ব হলো, এতে আছে শক্তিশালী ব্যাটারি এবং রিভার্স চার্জিং সুবিধা। এর সাহায্যে আপনি আপনার ফোন দিয়ে অন্য কোনো ডিভাইসকেও চার্জ দিতে পারবেন।

Redmi 15 5G-এর বিশেষত্ব

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর ব্যাটারি। এতে একটি সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যার ক্ষমতা ৭০০০ mAh। এর সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং এবং ৮ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট আছে। অর্থাৎ, জরুরি প্রয়োজনে এই ফোনটি আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন।

ডিসপ্লে এবং ক্যামেরা

এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ফলে ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতা হবে দারুণ মসৃণ।

ক্যামেরা হিসেবে এতে আছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা এবং সামনে সেলফি তোলার জন্য ৮ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রসেসর এবং অন্যান্য ফিচার

Redmi 15 5G ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দিয়ে চলে। এটিতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। এছাড়াও এতে গুগলের জেমিনি এবং সার্কেল টু সার্চ-এর মতো কিছু নতুন এআই ফিচার যোগ করা হয়েছে। নিরাপত্তার জন্য ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই ফোনটি ধুলো এবং জল প্রতিরোধক, তাই এটি সহজে নষ্ট হবে না। ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে: ফরেস্টেড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ডি পার্পেল

দাম

বর্তমানে ভারতের বাজারে এই ফোনের তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে:

  • ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৪,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ: ১৫,৯৯৯ টাকা
  • ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ: ১৬,৯৯৯ টাকা

এই বাজেটে এতগুলো আধুনিক ফিচার নিয়ে আসা রেডমির একটি দারুণ পদক্ষেপ, যা স্মার্টফোন ব্যবহারকারীদের মন জয় করে নিতে পারে।