সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বৃত্তি চালু করলেন বলিউড অভিনেতা সোনু সুদ

সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালু করেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। নিজের স্বেচ্ছাসেবী সংস্থা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষে, ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চালু করা এই বৃত্তির নাম দেওয়া হয়েছে ‘সম্ভবম’।

গত বছর সিভিল সার্ভিস পরীক্ষার আগে বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন সোনু। আর এবার বিশেষ বৃত্তির ব্যবস্থা করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে সোনু জানিয়েছেন, ‘সব রকম অর্থনৈতিক অবস্থান থেকেই ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। আমরা পাশে থাকব। আসলে জ্ঞানই প্রকৃত শক্তি।’

সোনু সুদ বরাবরই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। করোনার শুরুতে ২০২০ সালে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভারতীয়দের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বিহারে সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক ভক্ত। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধও করেন সোনু।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy