বক্স অফিসে ‘ধূমকেতু’র রেকর্ড! ১৫ দিনে কত আয় করল দেব-শুভশ্রীর সিনেমা?

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী-র বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির ১৫ দিনেই ছবিটি ২১.৩৬ কোটি টাকা আয় করে এক নতুন রেকর্ড গড়েছে। এই সাফল্যের খবরটি দেব নিজেই তার সোশ্যাল মিডিয়ার পাতায় দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

বক্স অফিসে ‘ধূমকেতু’র জয়যাত্রা
১৪ আগস্ট স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার পর থেকেই ‘ধূমকেতু’ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। ছবিটি মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই ২ কোটির বেশি টাকা আয় করে ছবিটি সবাইকে চমকে দিয়েছিল। মাত্র চার দিনের মধ্যেই ১০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলে।

দেব তার পোস্টে এই সাফল্যের জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “অপ্রতিরোধ্য। অতুলনীয়। অবিশ্বাস্য। #ধুমকেতু মাত্র ২ সপ্তাহে ২১.৩৬ কোটি টাকা আয় করেছে। বাংলা সিনেমার জন্য এটি একটি নতুন রেকর্ড!”

১০ বছর পর ফিরল ‘দেশু’ ম্যাজিক
একসময় বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে ছিলেন দেব ও শুভশ্রী। বিচ্ছেদের পর ‘ধূমকেতু’ ছবিতে একসঙ্গে কাজ করলেও ছবিটি নানা জটিলতার কারণে এতদিন মুক্তি পায়নি। ১০ বছর ধরে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

এই ছবির মাধ্যমে পুরোনো দিনের নস্টালজিয়া আবারও ফিরে এসেছে, যা দর্শকদের হলমুখী হতে উৎসাহিত করেছে। যদিও সম্প্রতি দেবের একটি মন্তব্যের জেরে শুভশ্রীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, তবুও পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, পর্দায় তাদের ম্যাজিক যে এখনও টিকে আছে, তা ছবির বক্স অফিস সাফল্যেই স্পষ্ট।