ফাঁকা ফ্ল্যাটে দেখা করো! ‘অশালীন প্রস্তাব’ এসএফআই নেতার! বিস্ফোরক দলেরই নেত্রী

বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI) এবার এক গুরুতর অভিযোগের মুখে পড়েছে। সংগঠনেরই এক মহিলা নেত্রী এক শীর্ষস্থানীয় এসএফআই নেতার বিরুদ্ধে তাকে কুপ্রস্তাব দেওয়ার এবং ‘ফাঁকা ফ্ল্যাটে’ ডেকে পাঠানোর অভিযোগ এনেছেন। এই ঘটনাটি নিয়ে দলের ভেতরে এবং বাইরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এসএফআই-এর দক্ষিণ দমদম-৩ আঞ্চলিক কমিটির ওই মহিলা সদস্য তার লিখিত অভিযোগে বলেছেন যে, উত্তর ২৪ পরগনা জেলা কমিটির এক সদস্য তাকে একা মদ্যপান করার জন্য এবং দমদম ক্যান্টনমেন্ট এলাকার একটি ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার জন্য বারবার বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওই নেতা তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং নোংরা কথাবার্তা বলে অস্বস্তিতে ফেলেছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন যে, তাকে অন্য এক পুরুষ সদস্যের বিরুদ্ধে মিথ্যা শ্লীলতাহানির মামলা করার জন্যও প্ররোচিত করা হয়েছিল।
অভিযোগকারী ওই তরুণী তার চিঠিতে সরাসরি নাম উল্লেখ করে বলেছেন, “মনোজিৎ মিশ্ররা শুধু তৃণমূলে নয়, আমাদের সংগঠনেও আছে। এরা বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরামি করে।”
এই গুরুতর অভিযোগের পর এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন যে, তারা অভিযোগপত্রটি পেয়েছেন এবং তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, “এসএফআই এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করবে না।” যদিও অভিযুক্ত নেতার বিরুদ্ধে এখনই কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি জানাননি।
এই ঘটনা সামনে আসার পর তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এসএফআই-এর কড়া সমালোচনা করেছে।