“১ বার চার্জ দিলেই চলবে ৩ মাস”-বাজারে Realme নিয়ে এলো দুর্দান্ত স্মার্টফোন

স্মার্টফোন নির্মাতা রিয়েলমি সম্প্রতি দুটি নতুন এবং দারুণ স্মার্টফোনের ঘোষণা করেছে। চীনের ফ্যান ফেস্টিভ্যালে কোম্পানিটি এই ফোন দুটির কনসেপ্ট সামনে এনেছে, যার মধ্যে একটিতে আছে ১৫০০০ mAh ব্যাটারি এবং অন্যটিতে আছে বিল্ট-ইন কুলিং ফ্যান।
১৫০০০ mAh ব্যাটারির ফোন
রিয়েলমি জানিয়েছে, এই ফোনটি একটি ‘পোর্টেবল পাওয়ার স্টেশন’-এর মতো কাজ করবে। আপনি চাইলে এটি দিয়ে অন্য স্মার্টফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ করতে পারবেন। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেজ জু জানান, একবার পুরো চার্জ দিলে এই ফোনে:
- টানা ৫০ ঘণ্টা ভিডিও প্লেব্যাক করা যাবে।
- ২৫টি সিনেমা একটানা দেখা যাবে।
- ১৮ ঘণ্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে।
- ৩০ ঘণ্টা গেম খেলা যাবে।
- স্বাভাবিক ব্যবহারে চার্জ থাকবে প্রায় ৫ দিন।
- ফ্লাইট মোডে রাখলে চার্জ থাকবে তিন মাস।
রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এতে থাকতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর, যা ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে।
বিল্ট-ইন কুলিং ফ্যানের ফোন
রিয়েলমি আরেকটি চমক নিয়ে এসেছে, যার নাম ‘রিয়েলমি চিল ফোন’। এই ফোনে একটি বিল্ট-ইন কুলিং ফ্যান থাকবে, যা ফোনের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। কোম্পানি এটিকে ‘বিল্ট-ইন এসি’ বলে দাবি করছে। টিজার ভিডিওতে দেখা গেছে, হ্যান্ডসেটের ফ্রেমে একটি ভেন্ট গ্রিল আছে। কোম্পানি বলছে, এই ফ্যান ফোনকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা রাখতে পারবে।
এই দুটি ফোনই বাজারে নতুন কিছু নিয়ে আসছে। বিশেষ করে যারা ব্যাটারি ব্যাকআপ বা গেমিং-এর জন্য ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনগুলো দারুণ হতে পারে। তবে, বাজারে কবে আসছে এবং এর দাম কত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।