‘১০-০ গোলে সিপিএম, বিজেপিকে হারাব’, ছাত্র সমাবেশে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে বিজেপি এবং সিপিএমকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম এবং বিজেপিকে ১০-০ গোলে হারাব।”
সম্প্রতি রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং অস্থিরতা নিয়ে বিরোধীরা বারবার তৃণমূলকে আক্রমণ করছে। এর জবাবে অভিষেক বলেন যে, কলকাতা হাইকোর্টের একটি অংশ বাংলার ছাত্রছাত্রীদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, যদি বাংলাকে ছোট করা হয়, তবে তৃণমূল ১০ লক্ষ মানুষকে নিয়ে দিল্লিতে যাবে।
অভিষেক নতুন সংবিধান সংশোধনী বিল নিয়েও বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, “হঠাৎ করে সংবিধান সংশোধন করে ভেবেছিল ভারতবর্ষকে মৌরসি পাট্টা করে রাখবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদ প্রতিবাদ করে অমিত শাহকে চতুর্থ সারি থেকে বিল পড়তে বাধ্য করেছে।”
এছাড়াও, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহারের মতো বাংলাতেও এসআইআর (SIR) করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন অভিষেক। তিনি বলেন, “যারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে, যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে ছাত্ররা নামবে না?”
অভিষেকের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, আগামী নির্বাচনে তৃণমূল ছাত্র সমাজকে সামনে রেখে বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চাইছে।