ভারতীয় ছাত্র-ছাত্রীদের জন্য আমেরিকার ভিসা নীতিতে বড় বদল! নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বহু ভারতীয় ছাত্র-ছাত্রী। কিন্তু এবার সেই স্বপ্ন পূরণের পথে নতুন বাধা আসতে চলেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা অতিথিদের জন্য ভিসার নিয়ম আরও কড়া করার প্রস্তাব দিয়ে
এখন পর্যন্ত, আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীরা (F ভিসা) এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা (J ভিসা) অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় থাকতে পারতেন। অর্থাৎ, যতক্ষণ পড়াশোনা চলছে, ততক্ষণ সেখানে থাকা যেত। কিন্তু ট্রাম্প প্রশাসনের মতে, এই সুযোগের অপব্যবহার হচ্ছে। অনেকেই বছরের পর বছর ধরে ছাত্র সেজে আমেরিকায় থেকে যাচ্ছেন, যা দেশের নিরাপত্তার জন্য হুমকি এবং মার্কিন করদাতাদের অর্থের অপচয়।

ছাত্র-ছাত্রীদের জন্য: নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ছাত্র-ছাত্রী সর্বোচ্চ চার বছর আমেরিকায় থাকতে পারবেন। এর বেশি থাকতে চাইলে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে।

সাংবাদিকদের জন্য: সাংবাদিকদের (I ভিসা) জন্য সময়সীমা ২৪০ দিন করা হয়েছে। তবে চাইলেই তারা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।

চিনা সাংবাদিকদের জন্য: চীনের সাংবাদিকদের জন্য এই নিয়ম আরও কঠোর। তারা ৯০ দিনের বেশি আমেরিকায় থাকতে পারবেন না।

বর্তমানে প্রায় ৩ লক্ষ ভারতীয় ছাত্র-ছাত্রী আমেরিকায় পড়াশোনা করছেন। ট্রাম্পের এই নতুন প্রস্তাব কার্যকর হলে তাদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে। তাদের পড়াশোনার সময়সীমা যদি চার বছরের বেশি হয়, তাহলে তাদের ভিসা নবায়ন করতে হবে, যা একটি ঝামেলার বিষয়।

এর আগেও, ২০২০ সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের প্রস্তাব এনেছিল। কিন্তু ২০২১ সালে জো বাইডেন সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এখন দেখার বিষয়, নতুন করে এই প্রস্তাব আনা হলে তা কতটা কার্যকর হয়। এই পদক্ষেপের ফলে আমেরিকা কি তার আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের হারাবে?