চাইলেই টাকা পাবে না… পুজো অনুদান নিয়ে কোন ‘শর্ত’ চাপাল হাইকোর্ট? কড়া নির্দেশ জেনেনিন

রাজ্য সরকার পূজার ক্লাবগুলোকে যে অনুদান দেয়, তাতে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তবে আদালত একটি গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করেছে। আদালত জানিয়েছে, যেসব ক্লাব আগের বছরের অনুদানের টাকার খরচের হিসাব দেবে, শুধু তারাই এই বছর অনুদান পাবে।

সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত রাজ্য সরকারকে জানায়, ২০২২ সালের ১৩ই সেপ্টেম্বরের নির্দেশ মেনে চলতে হবে। অর্থাৎ, আগের বছর যারা অনুদান পেয়েছিল, তাদের সকলকে নির্দিষ্ট সময়ের মধ্যে খরচের ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা দিতে হবে।

বুধবার রাজ্য সরকার আদালতে জানিয়েছে, ৪১,৭৯৫টি ক্লাবের মধ্যে মাত্র তিনটি ক্লাব গত বছরের খরচের হিসাব জমা দেয়নি। এই তিনটি ক্লাবই শিলিগুড়ির। বিচারপতি পাল এ কথা শুনে বলেন, সংখ্যাটা এতই কম যে মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া কঠিন।

আদালত আরও নির্দেশ দিয়েছে, এই বছর বিজয়া দশমীর এক মাস পর সমস্ত ক্লাবকে তাদের খরচের হিসাব রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের সিপি-র কাছে জমা দিতে হবে। পূজার ছুটির এক মাস পর এই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, দুর্গাপূজা কমিটিগুলোকে অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, জনগণের টাকা সঠিকভাবে খরচ না করে পুজো কমিটিগুলোকে দেওয়া হচ্ছে। তবে রাজ্য সরকার জানিয়েছিল, এই টাকা জনগণের স্বার্থে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর পূজার অনুদান ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করেছেন।