‘যতই চাপ আসুক না কেন…?,’ ট্রাম্পের শুল্কবাণ নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

আমেরিকার ২৫% অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার মুখে ভারত। এর মোকাবিলায় দেশের অর্থনীতিতে চাপ বাড়লেও তা সামলে নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্প সরকারের এই শুল্কের হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, দেশ ‘আত্মনির্ভর’ হওয়ার পথে অনেকটা এগিয়েছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত।
আমেরিকা ২৭ আগস্ট, বুধবার থেকে ভারতের পণ্যের উপর ২৫% অতিরিক্ত শুল্ক চাপানোর ঘোষণা করেছে। এর ফলে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া অনেক পণ্যের ওপর মোট শুল্ক বেড়ে ৫০% হয়ে যাবে। বিশেষ করে টেক্সটাইল, গয়না, চামড়া, সামুদ্রিক পণ্য এবং গাড়ির যন্ত্রাংশের মতো শিল্পগুলো এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গুজরাটের আহমেদাবাদে একটি সভায় নরেন্দ্র মোদী বলেন, ৬০-৬৫ বছর ধরে ভারত শাসন করা দল আমদানিতে কেলেঙ্কারি করেছে, যার কারণে দেশ আজ অন্য দেশের ওপর নির্ভরশীল। তবে তিনি জোর দিয়ে বলেন, “চাপ যতই আসুক না কেন, আমরা তা মোকাবিলা করার জন্য শক্তি বাড়াব।”
মোদী আরও বলেন, তাঁর কাছে কৃষক, পশুপালক এবং ছোট শিল্পের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দেশবাসীর কাছে শুধুমাত্র ‘ভারতে তৈরি’ জিনিস কেনার জন্য আবেদন জানান। ব্যবসায়ীদের প্রতি তাঁর অনুরোধ, দোকানে একটি বড় বোর্ড লাগাতে হবে, যেখানে লেখা থাকবে ‘কেবল স্বদেশী পণ্য বিক্রি হয়’।
অর্থনীতিবিদরা মনে করছেন, এই নতুন শুল্কের ফলে ভারতের প্রায় ৪ হাজার কোটি ডলারের (প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকা) ক্ষতি হতে পারে। তবে প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা দেশের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কিছুটা হলেও স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে।