বিহারের ভোটার তালিকায় ২ পাকিস্তানি, SIR করেও ধরতে পারেনি, ফের শুরু বিতর্ক

বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলার নাম খুঁজে পাওয়া গেছে, যা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই দুই মহিলা ১৯৫৬ সালে ভারতে এসেছিলেন এবং তারপর থেকে এখানেই বসবাস করছেন। তাঁদের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ডও আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্তে এই বিষয়টি ধরা পড়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এই দুই পাকিস্তানি মহিলার নাম হলো ইমরানা খান এবং ফিরদৌসি খানম। ইমরানা তিন বছরের ভিসা নিয়ে ১৯৫৬ সালে ভারতে আসেন। অন্যজন ফিরদৌসি খানম, যিনি রংপুরে থাকেন, তিনি একই বছর তিন মাসের ভিসা নিয়ে এসেছিলেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ নিয়ে তদন্ত করার সময় এই দু’জনের নাম সামনে আসে।
ভাগলপুরের একজন বুথ লেভেল অফিসার ফারজানা খানম জানিয়েছেন, তিনি নির্দেশ অনুযায়ী ইমরানা খানের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। তিনি আরও জানান, ইমরানা এবং ফিরদৌসি দু’জনই বেশ বয়স্ক এবং এই বিষয়ে কিছু বলার মতো অবস্থায় নেই।
এই ঘটনাটি এমন সময়ে সামনে এল, যখন বিহারে ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য একটি বিশেষ প্রক্রিয়া (SIR) চলছে। বিরোধীরা এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যেই দুই পাকিস্তানি নাগরিকের নাম তালিকায় থাকায় এই বিতর্ক আরও বেড়েছে।
এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যখন বিজেপি অনুপ্রবেশকারী ইস্যুতে তাদের অবস্থান আরও কঠোর করছে, তখন এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে আরও উত্তেজনা তৈরি করবে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো বৈধ ভোটারের নাম ভুল করে বাদ পড়লে তিনি নথিপত্র জমা দিয়ে তা পুনরায় অন্তর্ভুক্ত করতে পারবেন।