রাস্তার ধারে বসে মদ্যপান, প্রতিবাদ করতেই শিক্ষককে বেধড়ক মার, প্রকাশ্যে CCTV ফুটেজ

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় এক শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত শিক্ষক নিরুপম পাল ইতিমধ্যে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যেমন করে ঘটল ঘটনা
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নন্দননগরের বাসিন্দা নিরুপম পাল একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি দেখেন যে কয়েকজন তরুণ-তরুণী রাস্তার ধারে বসে প্রকাশ্যে মদ্যপান করছে। সকালবেলায় এমন দৃশ্য দেখে নিরুপম তাদের প্রতিবাদ করেন।
অভিযোগ, প্রতিবাদ করার সঙ্গে সঙ্গেই মদ্যপ তরুণ-তরুণীরা তাকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে। তাকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পুলিশের তদন্ত শুরু
মারধরের ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশের হাতে সেই ফুটেজ এসেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। নিরুপম পালের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই বহিরাগত।