সানি লিওনের পর ‘রাগিনী এমএমএস’ তামান্না ভাটিয়া! নেপথ্যে রয়েছে কোন বলি ব্যক্তিত্বের হাত?

একতা কাপুরের জনপ্রিয় ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’-এর তৃতীয় পর্বের পরিকল্পনা চলছে। ২০১৯ সালে এর দ্বিতীয় পর্বে সানি লিওনকে দেখা গিয়েছিল, আর এবার গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই ছবির প্রধান চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।
একটি সূত্রের খবর অনুযায়ী, একতা কাপুর বেশ কিছুদিন ধরেই এই ছবির কাজ শুরু করতে চাইছিলেন। অবশেষে তিনি একটি দারুণ চিত্রনাট্য পেয়েছেন এবং এ বছরের শেষ দিকেই এর শুটিং শুরু করার জন্য প্রস্তুত।
ওই সূত্রটি আরও জানিয়েছে যে, একতা কাপুর তামান্না ভাটিয়ার সঙ্গে ‘রাগিনী এমএমএস ৩’-এর চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন। ছবির ভৌতিক অংশের চমক শুনে তামান্না নাকি খুবই অবাক হয়ে গিয়েছেন। ‘স্ত্রী ২’ ছবিতে তামান্নাকে ভৌতিক চরিত্রে দেখা গিয়েছিল, তাই এই ধরনের চরিত্রের সঙ্গে তিনি অপরিচিত নন। এখন তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই খবর নিশ্চিত হওয়ার জন্য।
‘রাগিনী এমএমএস রিটার্নস’-এর গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এর তৃতীয় ভাগের গল্প শুরু হবে। দ্বিতীয় পর্বে কিছু মেয়ে একটি পোড়ো বাড়িতে ব্যাচেলর পার্টি করতে যায়। সেখানে তারা প্ল্যানচেট করে এবং একটি আত্মাকে ডেকে আনে। এরপর শুরু হয় নানা অলৌকিক ঘটনা। এই অলৌকিক কাণ্ডগুলো থেকেই তৃতীয় অংশের গল্প শুরু হবে বলে জানা গেছে। ছবিতে তামান্না ছাড়াও অন্য কোন তারকাদের দেখা যাবে, তা এখনো ঠিক হয়নি।