আন্ডারটেকারের মুখোমুখি হতে পারেন সালমান খান!-বলিউডের অন্দরে শুরু গুঞ্জন

বলিউড সুপারস্টার সালমান খানের জনপ্রিয় টিভি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চে এবার আসতে চলেছেন রেসলিংয়ের কিংবদন্তি দ্য আন্ডারটেকার। সিনেমার পর্দায় নয়, বরং রিয়েলিটি শো-এর মঞ্চে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’র প্রতিবেদন অনুযায়ী, এবারের ‘বিগ বস’-এ আন্ডারটেকারকে ‘ওয়াইল্ডকার্ড কনটেস্ট্যান্ট’ হিসেবে আনার পরিকল্পনা চলছে। বিভিন্ন সূত্র বলছে, নভেম্বরের দিকেই তিনি এই শো-তে যোগ দিতে পারেন। প্রতি বছর ‘বিগ বস’ নতুন নতুন চমক নিয়ে আসে, কিন্তু আন্ডারটেকারের মতো একজন আন্তর্জাতিক কিংবদন্তিকে আনার খবর দর্শকদের রীতিমতো অবাক করে দিয়েছে।
যদি এই খবর সত্যি হয়, তবে এটি শুধু ‘বিগ বস’ নয়, ভারতীয় টেলিভিশনের ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করবে। রেসলিং দুনিয়ার এই মহাতারকার উপস্থিতি নিঃসন্দেহে শো-টির জনপ্রিয়তা কয়েকগুণ বাড়িয়ে দেবে। দর্শক ও ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তারা টিভির পর্দায় সালমান খান এবং আন্ডারটেকারকে একসঙ্গে দেখতে পাবেন।