নবদ্বীপের স্কুলে জল থৈ থৈ, হাঁটু জলে পড়াশোনা, ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকরা

সামান্য বৃষ্টিতেই নবদ্বীপের একটি সরকারি স্কুলের অবস্থা হয় খুব খারাপ। শ্রেণিকক্ষ থেকে শুরু করে স্কুলের মাঠ পর্যন্ত সবটাই হাঁটু জলে ডুবে থাকে। এতে চরম বিপাকে পড়েছে স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। বৃষ্টিতে জল ঢুকে যাওয়ায় ক্লাস করা তো দূরের কথা, ছাত্র-ছাত্রীদের স্কুলে আসাই কঠিন হয়ে পড়েছে।

ক্ষোভে ফেটে পড়েছেন সবাই
এই জলমগ্ন পরিস্থিতির কারণে শিক্ষক এবং অভিভাবকরা ভীষণ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় মানুষজনও প্রশাসনের এই উদাসীনতায় প্রশ্ন তুলছেন। স্কুলটি এভাবে জলের নিচে ডুবে থাকায় পড়াশোনার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা বলছেন, “পড়াশোনার জন্য আমাদের ছেলেমেয়েদেরকে এমন কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যা খুবই দুঃখজনক। প্রশাসন যদি তাড়াতাড়ি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এখানকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।”

স্কুলের এই দুর্দশা থেকে কবে মুক্তি মিলবে, সেটাই এখন সবার প্রশ্ন।