SPORTS: এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন গিল, দলে বুমরাও, দেখেনিন ১৫ সদস্যের ভারতীয় দল

এশিয়া কাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সদর দফতরে এই ঘোষণা করা হয়। ইংল্যান্ড সফরে দারুণ পারফর্ম করা শুভমন গিল শুধু দলেই জায়গা পাননি, তাকে সহ-অধিনায়কও করা হয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ড সফরে বল হাতে জ্বলে ওঠা মহম্মদ সিরাজকে এশিয়া কাপের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার তিলক ভার্মা এবং অভিষেক শর্মা। অভিষেক শর্মা ওপেনিংয়ে নামবেন এবং তিলক ভার্মা ও সূর্যকুমার তিন ও চার নম্বরে ব্যাট করতে পারেন।

উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক শর্মার সঙ্গে। জিতেশ শর্মাকে সঞ্জুর ব্যাকআপ হিসেবে দলে নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাই শহরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত গ্রুপ এ-তে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে রয়েছে। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান।

ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে এবং ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে। উভয় গ্রুপ থেকে সেরা দুটি করে দল সুপার-৪ পর্যায়ে যাবে এবং সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে।

এশিয়া কাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল: সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরা, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।