অহনার কোলে শুয়ে একরত্তি, পাশে বসে দীপঙ্কর! মেয়ের কী নাম রাখলেন দম্পত্যি?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত সম্প্রতি মা হয়েছেন। ২১ বছর বয়সে মা হওয়ার পর থেকেই তিনি নতুন করে জীবনকে চিনছেন। এবার তিনি তাঁর এক মাসের শিশুকন্যার নাম প্রকাশ করলেন, যার নাম রেখেছেন ‘মীরা’।
মঙ্গলবার অহনা সমাজমাধ্যমে স্বামী দীপঙ্করকে পাশে নিয়ে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যদিও তিনি মেয়ের মুখ দেখাননি, কিন্তু নামের পেছনের কারণটি খোলাসা করেছেন। অহনা লেখেন, “সংস্কৃত ভাষায় মীরা শব্দের অর্থ ‘সমুদ্র’, ‘সমৃদ্ধ’ অথবা ‘শান্তি’। তুমি আমাদের ভালোবাসার সমুদ্র এবং আমাদের সর্বশ্রেষ্ঠ আনন্দ। তুমি আমাদের জীবনকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ করে তোলো।”
তবে নামকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, মেয়েটির নামকরণ করা হয়েছে তার ঠাকুরমা মীরা রায়ের নামে, যিনি দীপঙ্করের কাছে খুবই প্রিয় ছিলেন। অহনা বিশ্বাস করেন যে তার শাশুড়িমা মেয়ের মধ্যে দিয়ে বেঁচে আছেন এবং তাকে একজন সুন্দর ও শক্তিশালী মেয়ে হয়ে উঠতে সাহায্য করবেন।
অহনা বর্তমানে কাজ থেকে বিরতি নিয়েছেন এবং মাতৃত্বের দায়িত্ব উপভোগ করছেন। তিনি জানান, একজন নতুন মা হিসেবে তাকে অনেক কিছু শিখতে হচ্ছে এবং সামাজিক মাধ্যম থেকে তিনি অনেক সাহায্য পাচ্ছেন। তিনি বলেন, “অনেকে আমাকে আতসকাচের নিচে রেখে কাটাছেঁড়া করেন, কিন্তু আমার স্বামী দীপঙ্কর সব সময় আমার পাশে আছেন।”
অহনা মনে করেন, সন্তানকে ভালো রাখার জন্য নিজের শারীরিক ও মানসিক সুস্থতাও জরুরি। তাই তিনি নিজের জন্য সময় বের করছেন। তিনি বলেন, “নিজেকে ভালো না রাখতে পারলে সন্তানকেও ভালো রাখতে পারব না।”
অহনা ও দীপঙ্কর দম্পতির জীবনে এখন নতুন অতিথির আগমন ঘটেছে, এবং তারা দুজনেই নতুন দায়িত্বকে সাদরে গ্রহণ করেছেন।