মুর্শিদাবাদে ডেঙ্গু-ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত! হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত ২

রাজ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ ক্রমশ বাড়ছে এবং আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। গত দুই সপ্তাহে ডেঙ্গুতে দুইজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৫০ এবং ম্যালেরিয়ায় আক্রান্ত প্রায় পৌনে আটশো।

ভিন্ন রাজ্য থেকে ফেরা মানুষের মধ্যে সংক্রমণ
স্বাস্থ্য দফতরের তথ্যানুসারে, মুর্শিদাবাদে এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৭৫ জন, যা গত বছরের একই সময়ের সংখ্যার (৭৮০) কাছাকাছি। নবগ্রাম, সামসেরগঞ্জ, ভগবানগোলা ২ এবং রানিনগর ১ ব্লকে ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ভিন রাজ্য থেকে জ্বর নিয়ে জেলায় ফিরেছেন। পরীক্ষা করে তাদের ম্যালেরিয়া ধরা পড়েছে।

অন্যদিকে, জুলাই মাসের শেষে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫০০, যা আগস্টের তৃতীয় সপ্তাহে বেড়ে ৭৫০-এ পৌঁছেছে। ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশও ভিন রাজ্য এবং কলকাতা থেকে ফিরে এসেছেন।

স্বাস্থ্য দফতরের পদক্ষেপ
পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর জরুরি পদক্ষেপ নিয়েছে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার হটস্পট হিসেবে ১০টি সন্দেহজনক এলাকা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে মশানাশক স্প্রে করা হচ্ছে। এই মৌসুমে ঘরে ঘরে জ্বর, সর্দি ও কাশি দেখা যাচ্ছে, তাই স্বাস্থ্য দফতর জ্বর হলেই ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি ছিল, এবং বর্তমানে সেই সংখ্যা আবার দ্রুত বাড়ছে।