টয়লেটে নয় ‘বিশেষ’ সুটকেসে মলত্যাগ করেন পুতিন! জেনেনিন কেন এমন স্বভাব রুশ প্রেসিডেন্টের?

সম্প্রতি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়া নিয়ে হলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পুতিনের এক অদ্ভুত নিরাপত্তা ব্যবস্থা। তার দেহরক্ষীরা একটি বিশেষ সুটকেস সঙ্গে রেখেছিলেন, যার উদ্দেশ্য ছিল অত্যন্ত গোপনীয়।

জানা গেছে, এই বিশেষ সুটকেস কোনো জরুরি নথি রাখার জন্য নয়, বরং পুতিনের মলত্যাগের জন্য ব্যবহার করা হয়েছে। অবাক হওয়ার মতো বিষয় হলো, প্রেসিডেন্টের মল এই সুটকেসে সংগ্রহ করে আবার তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং অন্য কোথাও ফেলা হয় না।

রিপোর্ট অনুযায়ী, পুতিনের এই অভ্যাস নতুন নয়। ১৯৯৯ সাল থেকে তিনি দেশের বাইরে যেখানেই যান, এই বিশেষ সুটকেসটি তার সঙ্গী হয়। কিন্তু কেন এমন বিদঘুটে ব্যবস্থা? এর পেছনে কারণটি আরও চাঞ্চল্যকর। পুতিনের মল পরীক্ষা করে তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য জেনে যেতে পারে শত্রুপক্ষ। এই তথ্য তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বা হত্যার পরিকল্পনায় ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করা হয়। তাই এই ধরনের স্পর্শকাতর তথ্য যাতে কোনোভাবেই ফাঁস না হয়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।

উল্লেখ্য, অতীতেও বিভিন্ন সময়ে পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন উঠেছিল। এমনকি গত বছর কাজাখস্তানে একটি সাংবাদিক সম্মেলনে তার পা কাঁপতে দেখা গিয়েছিল, যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়। এরপর থেকেই তার নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে মনে করা হচ্ছে।