ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে! গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের মৃত্যু, পুড়ে ছাই ৪টি বাড়ি

মধ্যরাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদের লালগোলার বাউসি উপরফতেপুর গ্রামে। এই ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং তার মেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিস্ফোরণের ফলে চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং বহু গবাদি পশুরও মৃত্যু হয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে আজিজুল শেখের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে গেলে চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তাদের পাশাপাশি থাকা আরও তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। দুর্ঘটনায় আজিজুল শেখের স্ত্রী সরিফা বিবি ঘটনাস্থলেই মারা যান। তাদের মেয়ে আজিকা খাতুন গুরুতরভাবে জখম হয়েছেন। প্রথমে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

এই অগ্নিকাণ্ডে ৭টি ছাগল, ৩টি গরু এবং ১২টি হাঁস-এরও মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে।

প্রশাসনের তৎপরতা ও স্থানীয়দের পাশে থাকা
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভগবানগোলার এসডিপিও বিমান হালদার এবং লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস। দমকল পৌঁছানোর আগেই পুলিশ কর্মীরা বালতি বালতি জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এছাড়াও স্থানীয় জেলা পরিষদ প্রতিনিধি তৌহিদুর রহমান সুমন এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইসমাইল হক ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাশে থাকার এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গ্রামবাসীরা এই ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখে রীতিমতো স্তম্ভিত।