“ওই লিস্টের ভিত্তিতেই তো প্রধানমন্ত্রী…”-SIR এর আগে লোকসভা ভাঙার দাবি তুললেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা এবং ‘এসআইআর’ (SIR) সংক্রান্ত ইস্যু নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে যদি ভোটার তালিকা ভুল থাকে, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলও ভুল। তার অভিযোগ, ‘এসআইআর’-এর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। সেই তালিকার ভিত্তিতেই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদি এই তালিকা ভুল হয়, তাহলে কেন্দ্রীয় সরকারকেই পদত্যাগ করতে হবে।” তিনি আরও বলেন যে এই বিষয়ে নির্বাচন কমিশন সঠিক জবাব দিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, আগে সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর কমিশন চাইলে সারা দেশে ‘এসআইআর’ করুক।

হলফনামা বিতর্ক

নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। কমিশন জানিয়েছে, সাত দিনের মধ্যে হলফনামা না দিলে কোনো দাবির গ্রহণযোগ্যতা থাকবে না। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “আমি পাল্টা বলি, বিহারে ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কমিশন হলফনামা দিয়ে বলুক, একটা নাম ভুল থাকলে মুখ্য নির্বাচন কমিশনার ইস্তফা দেবেন কি?”

নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে

নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে সরাসরি অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি সাফ জানিয়ে দেন, “জোর করে একটা নামও বাদ দিলে আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেব বাংলা কী করতে পারে।”

লোকসভা ভাঙার দাবি

অভিষেক এদিন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই তালিকার ভিত্তিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে যদি সত্যিই এসআইআর করতে হয়, আগে সব তথ্য এক ক্লিকে প্রকাশ করা হোক এবং লোকসভা ভেঙে দেওয়া হোক।” তার মতে, যদি ভোটার তালিকা নিয়ে এত বড় ধরনের ভুল থাকে, তাহলে বর্তমান সংসদ গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে।