শিলিগুড়ির বাগডোগরায় নদীতে পরে মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির! পুরো ঘটনা জানুন বিস্তারে
August 16, 2025

শিলিগুড়ির বাগডোগরার হুলিয়া নদীতে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে বাগডোগরার মসজিদ পাড়ার হুলিয়া নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সকাল থেকেই এলাকার আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি নদীর ঘাটে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কোনোভাবে পা পিছলে পড়ে যান এবং স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে। যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।