ChatGPT-র পর এবার ব্রেইন ইমপ্ল্যান্ট স্টার্টআপের ওপর নজর ওপেনএআইয়ের, নেওয়া হচ্ছে উদ্যোগ

বিশ্বের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান ওপেনএআই এবার মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) একীভূত করার লক্ষ্যে নতুন এক স্টার্টআপে বিনিয়োগ করতে চলেছে। ‘মার্জ ল্যাবস’ নামে পরিচিত এই নতুন উদ্যোগটি সরাসরি ইলন মাস্কের ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস (BCI) কোম্পানি ‘নিউরালিংক’ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই এই নতুন স্টার্টআপের জন্য প্রায় ২৫ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের পরিকল্পনা করছে। এর ফলে স্টার্টআপটির আনুমানিক মূল্য দাঁড়াবে প্রায় ৮৫ কোটি ডলার। অন্যদিকে, ইলন মাস্কের নিউরালিংক সম্প্রতি ৬০ কোটি ডলার সংগ্রহ করে, যার ফলে এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৯০০ কোটি ডলার। নিউরালিংক গত বছর পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ওপর তাদের ব্রেইন চিপ প্রযুক্তির মানব পরীক্ষা শুরু করেছে। মাস্কের লক্ষ্য, আগামী দশকে লাখ লাখ মানুষের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস স্থাপন করা, যাতে মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
ধারণা করা হচ্ছে, ওপেনএআইয়ের এই নতুন স্টার্টআপের নাম প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও স্যাম অল্টম্যানের ২০১৭ সালের এক ব্লগ পোস্ট থেকে অনুপ্রাণিত। সেই পোস্টে তিনি মানুষ ও যন্ত্রের মধ্যে ‘দ্য মার্জ’ বা একীভবন নিয়ে লিখেছিলেন। অল্টম্যানের অনুমান ছিল, এই সংমিশ্রণ ২০২৫ থেকে ২০৭৫ সালের মধ্যে ঘটবে।
উল্লেখ্য, স্যাম অল্টম্যান ও ইলন মাস্ক একসময় ২০১৫ সালে একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৮ সালে মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে যান এবং ২০২৩ সালে নিজস্ব এআই স্টার্টআপ ‘এক্সএআই’ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
‘মার্জ ল্যাবস’ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই খবর প্রকাশের পর ইলন মাস্ক কিছুটা ঠাট্টার ছলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আঁড় চোখ ঘোরানোর ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়।